করোনায় মৃত্যু: যুক্তরাষ্ট্রে গত একদিনে ২,৮০৪ জন
নিউইয়র্ক, ২২ এপ্রিল ২০২০,বুধবারঃ করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত একদিনে এ ভাইরাসে ২ হাজার ৮০৪ জন মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জনস হফকিন্স ইউনিভার্সিটির দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
জনস হফকিন্স জানায়, "সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো প্রায় ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।" ফলে, দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান দেশটির। বৈশ্বিক এ মহামারির শুরু থেকে... যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৮ লাখ ছাড়িয়ে গেছে এবং সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে।
শুধুমাত্র নিউইয়র্কেই ২০ হাজারের চেয়ে বেশী মানুষ মারা গেছে, এরপর সবচেয়ে বেশি ৪ হাজার ৭৫৩ জন নিউজার্সিতে, এর পর মিশিগানে ২ হাজার ৭০০, ম্যাসাচুসেটসে ১ হাজার ৯৬১, পেনসিলভানিয়ায় ১ হাজার ৬১৪ ও ক্যালিফোর্নিয়ায় ১ হাজার ২৯৮ জন মারা গেছেন। এ অবস্থায় একদিন আগেও নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মার্কিন নাগরিকরা লকডাউন তুলে নিতে বিক্ষোভ মিছিল করেছেন।
মন্তব্য